TraderSabbir.com (পরবর্তীতে “আমরা”, “আমাদের” বা “সাইট”) ব্যবহার করার পূর্বে দয়া করে এই Terms and Conditions মনোযোগ দিয়ে পড়ুন। ওয়েবসাইটে প্রবেশ ও কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
কোর্স রেজিস্ট্রেশন ও পেমেন্ট-
কোর্সে অংশগ্রহণ করার জন্য সঠিক তথ্য প্রদান করতে হবে।
-
কোর্স ফি ৯,৯৯৯ টাকা এবং পেমেন্ট সম্পন্ন হলে কোর্স এক্সেস দেওয়া হবে।
-
কোনো পেমেন্ট রিফান্ড কেসে কোর্সের সম্পূর্ণ অংশগ্রহণের ভিত্তিতে বিবেচনা করা হবে।
-
প্রতিটি ব্যবহারকারীকে আলাদা একাউন্ট ব্যবহার করতে হবে।
-
আপনার একাউন্টের লগইন তথ্য গোপন রাখা আপনার দায়িত্ব।
-
কোনো অবৈধ বা অননুমোদিত একাউন্ট ব্যবহার ধরা পড়লে আমরা অ্যাক্সেস বন্ধ করার অধিকার রাখি।
-
কোর্সের সকল কন্টেন্ট (ভিডিও, নোট, ডকুমেন্টস) শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষার জন্য।
-
কন্টেন্ট কপি করা, শেয়ার করা, বিক্রি বা পুনঃপ্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ।
-
উল্লঙ্ঘনের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
-
ওয়েবসাইটে থাকা সব কন্টেন্ট, লোগো, ট্রেডমার্ক ও ব্র্যান্ড আমাদের সম্পত্তি।
-
কোনো অনুমতি ছাড়া কন্টেন্ট ব্যবহারের অধিকার নেই।
-
আমরা চেষ্টা করি সঠিক ও আপডেটেড ট্রেডিং তথ্য প্রদান করতে, কিন্তু কোনো সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য দায়ী থাকব না।
-
ট্রেডিং বাজারে ঝুঁকি থাকে এবং তারফলাফল আপনার নিজের দায়িত্বে।
-
আমরা প্রয়োজন অনুযায়ী কোর্সের সময়সূচি, কন্টেন্ট বা ফরম্যাট পরিবর্তন করতে পারি।
-
কোনো পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশিত হলে তা প্রযোজ্য হবে।
-
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের Privacy Policy অনুযায়ী সংরক্ষিত হবে।
-
পেমেন্ট ও কোর্স সংক্রান্ত তথ্য নিরাপদ সার্ভারে রাখা হবে।
-
এই শর্তাবলী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী পরিচালিত হবে।
-
কোনো বিরোধ বা মামলা হলে সেটি বাংলাদেশের আদালতে সমাধান করা হবে।
Terms and Conditions সংক্রান্ত কোনো প্রশ্ন বা উদ্বেগের জন্য আমাদের ইমেইল করুন: support@tradersabbir.com
Go to Home